Wednesday, July 22, 2015

২৫ জিবি 3G ইন্টারনেট মাত্র ১,০৫০টাকা

আমাদের দেশীয় কোম্পানী টেলিটক নিয়ে আসছে ২৫ জিবি 3G ইন্টারনেট মাত্র ১,০৫০টাকা+১৫% ভ্যাট+সারচার্জ।
এক্টিভ করতে আপনার ফোনের মেসেজ এ গিয়ে লিখুন D17 আর পাঠিয়ে দিন 111 নাম্বারে। এই প্যাকটি ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে, মেয়াদ ৩০দিন। স্পিড বলা আছে ২৫৬ কেবিপিএস কিন্তু যারা টেলিটক ব্যবহার করন তারা জানেন যে টেলিটক একটু বেশীই স্পিড দেয়। আমি এভারেজ ৩০০ থেকে ৫১২ পর্জন্ত পাই, বেশীও হয়! সকল সিম যেমনঃ ইয়ুথ, একুশ, বর্নমালা ইত্যাদি যা যা আছে সবাই ব্যবহার করতে পারবেন।

No comments :

Post a Comment