বিসমিল্লাহির রহমানির রাহিম
“রুট” কথাটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে ওতোপ্রোতো ভাবে জরিত। অনেক অ্যাপ আছে যেগুলো রূট করা ফোন ছারা ব্যবহার করা যায় না। যেমন; Screencast, Root browser, Custom room recovery, Root Manager, Screen recoard ইত্যাদি। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা Kingoroot.exe দিয়েই রূট করে ফেলতে পারেন। কিন্তু যাদের কম্পিউটার কাকু নেই তাদের কী হবে ? তাদের সমস্যার সমাধান এই টিউনে। মাত্র ৩ মিনিটে এক ক্লিকে রুট করার কাছটি সেরে ফেলতে পারেন। রুট করার জন্য কি করতে হবে তা Screenshort সহ উল্লেখ করা হল।
“রুট” কথাটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে ওতোপ্রোতো ভাবে জরিত। অনেক অ্যাপ আছে যেগুলো রূট করা ফোন ছারা ব্যবহার করা যায় না। যেমন; Screencast, Root browser, Custom room recovery, Root Manager, Screen recoard ইত্যাদি। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা Kingoroot.exe দিয়েই রূট করে ফেলতে পারেন। কিন্তু যাদের কম্পিউটার কাকু নেই তাদের কী হবে ? তাদের সমস্যার সমাধান এই টিউনে। মাত্র ৩ মিনিটে এক ক্লিকে রুট করার কাছটি সেরে ফেলতে পারেন। রুট করার জন্য কি করতে হবে তা Screenshort সহ উল্লেখ করা হল।
বিঃদ্রঃ রূট করার সময় অবশ্যই অন রাখতে Wifi অথবা Data Connection অন রাখতে হবে।
আপনার ফোনে রুট চেকের জন্য এই সাইট থেকে Root Checker অ্যাপ ডাউনলোড করতে হবে। রুট করা না থাকলে নিচের চিত্র দেখা যাবে
তারপর http://www.kingroot.com/rootওয়েব সাইট থেকে kingroot 4.0 .apk ডাউনলোড করে ইন্সটল করুন
অ্যপ্লিকেশনটি ওপেন করেলে চিত্রের মত আসবে
কিছুক্ষন পর এ রকম আসলে Blue চিন্হিত স্থানে ক্লিক করুন
তারপর ১% ২% ১২% ১৭% ৭৮% এভাবে ১০০% হওয়ার পর এভাবে আসবে
তারপর হোম বাটনে ক্লিক করে বেরতে হবে
মেনুতে দুইটি নতুন অ্যপ দেখতে পাবেন তারপর চাইনিছ অ্যাপ এবং kingroot অ্যাপটি আনইন্টল করুন।এবার king user অ্যাপটি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।
মেনুতে দুইটি নতুন অ্যপ দেখতে পাবেন তারপর চাইনিছ অ্যাপ এবং kingroot অ্যাপটি আনইন্টল করুন।এবার king user অ্যাপটি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।
এবার Root Checker অ্যপ ওপেন করে সবুজ চিন্হিত স্থানে ক্লিক করলে দেখাবে রুট হয়ে গেছে।
রুট অ্যাপ ওপেন করলে তাহলে চিত্যের মত আসবে সেখানে Allow বাটন ক্লিক করতে হবে
ভাল লাগলে লাইক দিবেন এবং বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন। পড়ার জন্য ধন্যবাদ See you Next Tune
No comments :
Post a Comment