Wednesday, July 22, 2015

ফেসবুকে পর্ণো ভাইরাস না আসার জন্য করনীয় উপায়সমুহ

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আশা করি সবাই ভালোই আছেন।আমিও আছি কোনরকমে। যায় হোক,কথা না বাড়িয়ে আসল জায়গাতে আসি।

অনেকেই ইনবক্সে জানিয়েছেন যে ক্লিক করা ছাড়াই তাদের ওয়ালে পর্ণো ভাইরাস আসছে। যাইহোক, এখানে আমি সবাইকে ছোট একটা পরামর্শ দিতে চাই। 
-
ফেসবুকের উপরে একেবারে ডানপাশে যেখানে Log Out করেন তার উপরে Settings-এ ক্লিক করুন।

 এরপর বাম পাশে Timeline and Tagging অপশনে ক্লিক করুন।

এরপর Who can add things to my timeline? অপশনে Who Can post on Your Timeline-এ Only Me সিলেক্ট করুন।


   এখন আশা করা যায় আপনি নিরাপদ। 

সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে থাকুন।
বিঃ দ্রঃ লেখার মাঝের ভুল-ত্রুটিগুলো, দয়াকরে ক্ষমার চোখে দেখবেন।

No comments :

Post a Comment