Friday, August 28, 2015

ফেসবুক হ্যাক হওয়া থেকে নিজেকে বাচাতে প্যারাসিটামল টিপস !

ফেসবুক হ্যাক হওয়ার অনেকগুলা পথ রয়েছে। একটু সচেতন না হলে আপনাকে চিরতরে হারাতে হবে আপনার
প্রিয় ফেসবুক একউন্টটি। বিভিন্ন অপ্রত্যাশিত সফটওয়্যার বা ফিশিং লিংকের মাধ্যেমে আপনার ফেসবুক হ্যাকিং হতে
পারে। তাই ফেসবুক একউন্টটির যত্ন নেওয়া খুব দরকার। আজকের আলোচনার বিষয় কি করে আপনার ফেসবুক
একাউন্টি হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন।
ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষা করার টিপস :
১। এপ্লিকেশন পারমিশন
যখন আপনি ফেসবুকে কোন কুইজের উত্তর দেন, ফেসবুক গেম ইন্সটল দেন অথবা এপ্লিকেশন এড করেন,
তখন অবশ্যই দেখেছেন,আপনার কাছে ফেসবুকের একসেস পারমিশন চাওয়া হয়। এই পারমিশন এক কথায় বলতে
গেলে দেখা যায় আপনার সবকিছুই, অর্থাৎ, যখন আপনি পারমিশন দিয়ে দিলেন তার মানে হলো তারা চাইলে আপনার
একউন্ট ব্যবহার করতে পারবে।এমনকি যখন আপনি লাইলে না থাকবেন তখন ও সম্ভব।
অন্যকথায়, আপনি যদি খেয়াল করে পারমিশন না পড়েন তাহলেই বিপদে পরবেন। বিশ্বাসযোগ্য এপ্লিকেশন
পারমিশনে শুধু মাত্র আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারে আইডিতে ঢোকার পারমিশন নয়।
২। স্পামিং ভিডিও লিংক
ফেসবুক ব্যবহারে একটু সচেতন হোন, কারন স্পামাররা ফেসবুকে বিভিন্ন স্পামিং ভিডিও লিংক প্রচার করে থাকেন।
দেখার আগ্রহ নিয়ে সেসব লিংকে ক্লিক করলেই বিপদে পরবেন। এসব ভিডিও লিংক বেশির ভাগই ফেসবুক হ্যাকিং
লিংক। মনে রাখবেন ফেসবুকে কোন ভিডিও দেখতে হলে কখনোই আইডি পাসওয়র্ড চাইবে না। একটুখানি
সচেতন না হলে ফেসবুক হ্যাকিং এর কবলে পরে যেতে পারে।
৩। ডাউনলোড নোটিফিকেশন
অনেক সময় যখন আপনি কোন ভিডিও দেখতে শুরু করেন তখন একটা নোটিফিকেশন পেতে পারেন,
নোটিফিকেশনটা এমন হবে যে, সম্পর্ন ভিডিওটি দেখতে হলে আপনাকে এই সফটওয়্যারটি ইন্সটল দিতে হবে
অথবা ফেসবুক আপডেট করতে বলতে পারে। লিংকে প্রবেশ করে তথ্য শেয়ার করলেই বিপদ। তাই এসব
ক্ষেত্রে সাবধান হতে হবে।
৪। ফেসবুক থেকে মেসেজ:
আপনার যদি ফেসবুকে কোন পপুলার ফ্যান পেজ থেকে থাকে তাহলে অনেক সময় কিছু মেসেজ পেয়ে
থাকেন, যেমন ফেসবুক টিম, সিকুরিটি টিম, ফেসবুক সিকুরিটি ইত্যাদি।এগুলা হচ্ছে সেই মেসেজ যেখানে আপনাকে
ক্লিক করতে বধ্য করা হয়। ক্লিক করবেন তো মরবেন, সুতরাং এসব মেসেজকে এরিয়ে চলুন, ফেসবুক হ্যাকিং
থেকে রক্ষা করুন।
ফেসবুক হ্যাক থেকে রক্ষা পাওয়ার আরো কিছু টিপস:
ফেসবুকেই নানান সিকুরিটি সিস্টেম চালু আছে, কিন্তু এই বিশাল সোসাল নেটওয়ার্ক কখনোই আপনার ব্যক্তিগত তথ্য
প্রচারে বাধা দেবে না।এমনকি কোন লোকাল এন্টিভাইরাসও এগুলা রক্ষা করবে না। সুতরাং আপনার একাউন্ট রক্ষা করা
আপনার দায়িত্ব।
ফেসবুকে আপনার ফোন নম্বর যুক্ত করুন এবং প্রাইভেসি পরিবর্তন করে Only Me করে দিন। যখন আপনার
ফেসবুক একাউন্ট হ্যাক হবে তখন আপনার ফোন নম্বররের মাধ্যমে রিকভারি করতে পারবেন। লগিংএ অবশ্যই
ফোন কোড ব্যবহার করুন।
Security Question যুক্ত করুন এবং এমন উত্তর দিন যে উত্তর আপনি ছাড়া অন্য কেউ আন্দাজ না করতে পারে।
তাহলে একাউন্ট হ্যাক হলে দ্বীতিয় অপশন হিসেবে আপনার একাউন্ট রিকভারী করতে পারবেন।
যাদেরকে আপনি ব্যক্তিগত ভাবে চেনেন কেবল মাত্র তাদেরকেই আপনার ফ্রেন্ড লিষ্টে যুক্ত করুন।
অনেক সময় ট্যাগ করার জন্য ফেসবুক ফ্রেন্ডের পরিচয় জানতে চাইতে পারে (Photo varification)। অপরিচিত
হলে পারিচয় দিতে পারবেন না।
নোটিফিকেশন অন রাখুন,যখনআপনি ফেসবুক লগিং করবেন তখন আপনার ইমেইলে সময়, তারিখ,অপারেটিং সিষ্টেম,
ব্রাউজার সহ ইমেইল চলে যাবে। তখন সব কিছু বুঝতে আপনার সুবিধা হবে।
মাঝে মাঝে আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করুন। এটি খুব গুরুত্বপূর্ন একটি বেপার। মাঝে মাঝে পাসওয়ার্ড
পরির্তন করলে হ্যাকার আপনার পাসওয়ার্ড সম্পর্কে ধারনা করতে পারবে না।
এগুলই হচ্ছে ফেসবুক হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার সাধারন টিপস যা আপনার বিবেচনার বিষয়। ফেসবুক একাউন্ট আপনার
তাই রক্ষা করার দায়িত্বও আপনার।

Thursday, July 30, 2015

পিসিতেই পরীক্ষা করে নিন আপনার ওয়েবসাইটটি মোবাইলে যেমন দেখাবে !

আমরা যখন কোন ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করি তখন বেশ কিছু বিষয় মাথা রাখতে হয়। তার সেই সকল বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ওয়েবসাইটটি মোবাইলে কেমন দেখাবে। কারণ অনেক সময়ই দেখা যায় যে একটি ওয়েবসাইটে শুধু মাত্র পিসি থেকেই ভিজিটররা ভিজিট করে না। সেখানে জড়িত থাকে মোবাইল ব্যবহারকারী গণ। আর হয়তবা সেটা হতে পারে অনেক বড় কোন অংশ। উদাহারণ হিসেবে ফেসবুকের কথা বলি, ফেসবুকে প্রতিদিন যত মানুষ অনলাইনে থাকে তার অর্ধেকেরও বেশী মানুষ পিসির চেয়ে মোবাইল ডিভাইসগুলোতে বেশী অবস্থান করেন। আর তাই আপনার ওয়েবসাইটটি ডিজাইন করার পর বারবার আপনার হ্যান্ডসেটটি দ্বারা ওয়েবসাইটটি ভিজিট করা অনেক কষ্টসাধ্য ও ঝামেলাদায়ক একটি ব্যাপার। যেহেতু ওয়েবসাইট পিসিতে তৈরী করা হয় তাই পিসিতেই এ পরীক্ষাটা সেরে ফেলাটাই বেশী বুদ্ধিমানের কাআর কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন mobilephoneemulator একটি ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি চাইলেই আপনার ওয়েবসাইটটিতে বিভিন্ন মোবাইল ডিভাইসে দেখতে পারবেন। তবে একটা কথা এই ওয়েবসাইটটির একটি সমস্যা হলো এটি বাংলা সাপোর্ট করে না। অর্থাৎ যদি আপনি কোন বাংলা ওয়েবসাইট সেখানে দেখতে চান তাহলে ওয়েবসাইটটি মোবাইলে যেমন দেখা যাবে আপনি ঠিক হুবাহু সেটিই দেখতে পারবেন তবে সমস্যা হলো লেখা গুলো বাংলা আসবে না। সব লেখা গুলো ভেঙ্গে যাবে। যদি আপনাদের উপকারে আসে তাহলেই আমার পরিশ্রম সার্থক। ধন্যবাদ

ফায়ারফক্সে যেভাবে সম্পূর্ণ ওয়েবসাইটের স্ক্রীনশট তুলবেন !

আজ আপনাদের সাথে খুবই ছোট একটা জিনিস শেয়ার করার জন্য হাজির হয়েছি। যদিও ব্যাপারটা অনেক ছোট কিন্তু সত্যি বলতে এটা অনেক কাজের জিনিস। আশা করি পোষ্টের শিরনাম দেখেই অনেকটা বুঝতে পেরেছেন। তবুও কিছু কথা বলবো, মূলত আমরা আমাদের প্রয়োজনে তো কতই না ওয়েবসাইট ঘুরে বেড়াই। কিন্তু অনেক সময় দেখা যায় নিজের প্রয়োজনের খাতিরেই অনেক সময় কোন ওয়েবসাইটের পুরোটা কম্পিউটারে Save করে রাখার দরকার হয়। অনেকে ওয়েবসাইটগুলোর লেখা ও ছবি গুলো মাইক্রোসফট ওয়ার্ডে Save করে রাখেন। কিন্তু এর ফলে আর্টিকেলটির লেআউট নষ্ট হবার ভয় থাকে। তাই সবচেয়ে ভালো হয় যদি ওয়েবসাইটিটর স্ক্রীনশট তুলে রাখা হয়। এর ফলে ওয়েবসাইটটি হুবাহু Save করা যায়।এই কাজটি করার জন্য আমরা মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox) ব্যবহার করবো।  যাই হোক, প্রথমে আপনার মজিলা ফায়ারফক্সটি চালু করুন। তারপর এখানে ক্লীক করে Screengrab নামক এই এক্সটেনশনটি আপনার ফায়ারফক্সে সেটআপ করে নিন। Install শেষ হলে ফায়ারফক্সটি বন্ধ করে আবার চালু করুন। এবার একটি ওয়েবসাইট চালু করুন এবং ওয়েবসাইটটিতে থাকা অবস্থাতেই মাউসে রাইট ক্লীক করুন।তারপর ScreenGrab! >> Save >> Complete Page / Frame এ ক্লীক করুন। ফলে একটি ডায়ালগ বক্স চালু হবে। আপনি স্ক্রীনশটটি কোথায় Save করতে চান তার লোকেশন ঠিক করে ফাইলের নাম দিন। আর হ্যা মনে রাখবেন Save করার সময় ফাইলের নামের পর অবশ্যই .png লিখতে ভুলবেন না যেন। যেমন : filename.png । তারপর দেখুন ওয়েবসাইটের স্ক্রীনশটটি আপনার কম্পিউটারে Save হয়ে যাবে।

জেনে নিন, নষ্ট মেমরি ঠিক করার উপায়গুলো

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে।
অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব। এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:

মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর এ জন্য যা করতে হবে আপনাকে:

প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ডপ্রম্পট চালু হলে এখানে chkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানে convertlostchainsto files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

Tuesday, July 28, 2015

আপনার পিসি বা ল্যাপটপকে প্যাটন লক সিস্টেমে লক করুন।


আজকে আমি আপনাদের সাথে প্যাটন লক সিস্টেমে কিভাবে  কম্পিউটারকে লক করবেন তা দেখাবো, তার জন্য অবশ্যই আপনাকে একটা সফটওয়্যার  ডাউনলোড করে ইনিষ্টল করতে হবে। এর আগে আসুন বিস্তারিত জেনে নেই এই প্যাটন লক সিস্টেম কিভাবে কাজ করবে আপনার পিসিতে।
এই প্যাটন লক সিস্টেম মূলত স্মার্টফোন গুলোতে ব্যবহার করা হয়। কিন্তু আপনি সহজেই সফটওয়ার ব্যবহার করে এই সিস্টেমে পিসি লক করতে পারেন। প্যাটন লক এর সফটওয়ারটি ব্যবহার ‍খুবেই সহজ সুন্দর মানানসই ইন্টারফেইস। নিচে স্কিনশর্ট দেখুন :


উপরের ‘Reset Pattern’ টা দেখেন এইখানে আপনি লক সিস্টেমটা পরিবতর্ন করতে পারেন। তাছাড়া প্রতিবার এই সফটওয়ারের সেটিং এ ধুঁকতে গেলে আগে এইভাবে আনলক করে ডুকতে হবে। Backup Pattern এই সিস্টেমে আপনি আপনার লক মেনুটা সেইভ করে রাখতে পারেন ছবি আকারে, যাতে পরে ভুলে গেলে কাজে লাগাতে পারেন।  3 * 3 Points এইটাতে আপনি বেশি সিকিউরিটির জন্য পয়েন্টও  দিতে পারেন।
এছাড়াও আপনারা আরো বেশ কিছু  সেটিংস পাবেন :





 এই সবগুলো সেটিং আমি এক এক করে দেখালাম না আপনারা নিজ থেকে দেখে নিবেন।

এই সফর্টওয়ারের বেশ কিছু ফিচার :

  • পচন্দঅনুযায়ী pattern matching ব্যবহার করে un-lock করার সিস্টেম।
  • আপনার পিসি শুধু এক ক্লিকেই লক করতে পারেন লক করতে চাপুন Win+A।
  • আপনার নিজের ইচ্ছা অনুযায় ব্যাকগ্রাউন্ড ছবি পরিবতর্ন করতে পারেন।
  • অটোলক হয়ে যাবে একটি নিদিষ্ট সময়ের পর আপনি যদি কাজ করেন আপনার লক করার দরকার নেই শুধু আগে থেকে সেটিংস এ টাইম দিয়ে রাখলেই হবে।
  • কি-বোর্ড লক সিস্টেম।
  • আপনি নিজেই সতর্কবার্তা লিখতে পারেন (এই ক্ষেত্রে বাংলা ব্যবহার করবেন না)
  • pattern ব্যাকআপ রাখতে পারেন।
  • লক রাখা অবস্থায় আপনি Time and date দেখতে পারবেন স্কিন এ।
  • সর্বশেষ খুব সহজেই ব্যবহার করতে পারেন।



  • ডাউনলোড করুন :
    ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন। 
    সাইজ মাত্র ১.৬ মেগাবাইট। ডাউনলোড করার পরে নরমালি ইনিস্টল হবে। দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের।
    আজ তাহলে এখানেই শেষ করলাম।
     


জেনে নিন ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়।

আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই টিউন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। 
কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। তার মানে আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা আপনার কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে এখন চাইলেই আপনি আপনার `ফেসবুক ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর তালিকায় নেই তাদের সঙ্গে কারা বন্ধুত্ব করেছেন ফেসবুকে সেটাও চলে আসতে পারে আপনার নখদর্পনে।
কিভাবে করবেন:
সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।

‘ফেসবুক ফ্রেন্ডস ম্যাপার’ (Facebook Friends Mapper) এর ক্রোম এক্সটেনশন  Link
বন্ধু তালিকা জানতে প্রথমে চলে যান গুগল ক্রোমের ওয়েব স্টোরে। ইনস্টল করুন Facebook Friends Mapper extension। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন `Reveal Friends` অপশনটি।
এবার ক্লিক করুন তাতে। ব্যাস, বন্ধুর গোপন করা ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না।
তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে। সম্প্রতি এসেছে এই অপশনটি। ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়ার আগেই আপনি একবার পরখ করে দেখতে পারেন।

Thursday, July 23, 2015

Photoshop ব্যবহার করে আপনার ছবি কে দিন DSLR এর রুপ

আজকের টিউনটি পিসি ব্যবহার কারীদের জন্য ছবিকে DSLR এর মত কিভাবে রুপ দিতে হয় তা Step by Step উল্লেখ করেছি।এই কাজটি ফটোসপের অন্যান্য ভার্সন গুলোতে আরো সুন্দর ভাবে করা যায়, আমি ফটোশপ ৭ কিভাবে করতে হয় তা উল্লেখ করেছি এভাবে আপনি অন্য ভার্সন ও কাজটি করতে পারবেন।
তো কাজ শুরু করা যাক ।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর যে ছবিকে DSLR এর মত করতে চান সে ছবিটি ওপেন করু


 এবার Tool bar থেকে Pen Tool দিয়ে নিচের মত সিলেকশন করুন। (সিলেকশন যত সুন্দর হবে কাজ তত দেখতে সুন্দর লাগবে)



 এবার মেনুবার থেকে Select>Invers এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Shift+Ctrl+i press করুন। তাহলে ছবি বাদের বাকি ব্রাকগ্রাউন্ড সিলেকশন হবে।



 এবার আবার মেনুবার থেকে Select>Feather এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Ctrl+Alt+D press করুন। এবার ছবির রেজুলেশন অনুযায়ী ফেদার দিন।

এখন মেনুবার থেকে Filter>Blur> Gaussian Blur এ ক্লিক করুন।


এবার পছন্দ ছবি অনুযায়ী স্লাইডার টেনে দেখুন যতক্ষন না পর্যন্ত আমাদের আসল DSLR এর মত না হবে ততক্ষন পর্যন্ত চেষ্টা করুন।


ব্যাস কাজ শেষ এবার দেখুন আপনার ৪০/৫০ হাজার DSLR ক্যামেরা থেকে কত সুন্দর হয়েছে এবার আপনি একবার চেষ্টা করে ।


আমাদের ফেসবুক পেজ  ঘুরে দেখতে পারেন