আজ আপনাদের সাথে খুবই ছোট একটা জিনিস শেয়ার করার জন্য হাজির হয়েছি। যদিও
ব্যাপারটা অনেক ছোট কিন্তু সত্যি বলতে এটা অনেক কাজের জিনিস। আশা করি
পোষ্টের শিরনাম দেখেই অনেকটা বুঝতে পেরেছেন। তবুও কিছু কথা বলবো, মূলত আমরা
আমাদের প্রয়োজনে তো কতই না ওয়েবসাইট ঘুরে বেড়াই। কিন্তু অনেক সময় দেখা যায়
নিজের প্রয়োজনের খাতিরেই অনেক সময় কোন ওয়েবসাইটের পুরোটা কম্পিউটারে Save
করে রাখার দরকার হয়। অনেকে ওয়েবসাইটগুলোর লেখা ও ছবি গুলো মাইক্রোসফট
ওয়ার্ডে Save করে রাখেন। কিন্তু এর ফলে আর্টিকেলটির লেআউট নষ্ট হবার ভয়
থাকে। তাই সবচেয়ে ভালো হয় যদি ওয়েবসাইটিটর স্ক্রীনশট তুলে রাখা হয়। এর ফলে
ওয়েবসাইটটি হুবাহু Save করা যায়।এই কাজটি করার জন্য আমরা মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox) ব্যবহার করবো। যাই হোক, প্রথমে আপনার মজিলা ফায়ারফক্সটি চালু করুন। তারপর এখানে ক্লীক করে Screengrab
নামক এই এক্সটেনশনটি আপনার ফায়ারফক্সে সেটআপ করে নিন। Install শেষ হলে
ফায়ারফক্সটি বন্ধ করে আবার চালু করুন। এবার একটি ওয়েবসাইট চালু করুন এবং
ওয়েবসাইটটিতে থাকা অবস্থাতেই মাউসে রাইট ক্লীক করুন।তারপর ScreenGrab! >> Save >> Complete Page / Frame এ ক্লীক
করুন। ফলে একটি ডায়ালগ বক্স চালু হবে। আপনি স্ক্রীনশটটি কোথায় Save করতে
চান তার লোকেশন ঠিক করে ফাইলের নাম দিন। আর হ্যা মনে রাখবেন Save করার সময়
ফাইলের নামের পর অবশ্যই .png লিখতে ভুলবেন না যেন। যেমন : filename.png ।
তারপর দেখুন ওয়েবসাইটের স্ক্রীনশটটি আপনার কম্পিউটারে Save হয়ে যাবে।
No comments :
Post a Comment