আমরা যখন কোন ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করি
তখন বেশ কিছু বিষয় মাথা রাখতে হয়। তার সেই সকল বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো
ওয়েবসাইটটি মোবাইলে কেমন দেখাবে। কারণ অনেক সময়ই দেখা যায় যে একটি
ওয়েবসাইটে শুধু মাত্র পিসি থেকেই ভিজিটররা ভিজিট করে না। সেখানে জড়িত থাকে
মোবাইল ব্যবহারকারী গণ। আর হয়তবা সেটা হতে পারে অনেক বড় কোন অংশ। উদাহারণ
হিসেবে ফেসবুকের কথা বলি, ফেসবুকে প্রতিদিন যত মানুষ অনলাইনে থাকে তার
অর্ধেকেরও বেশী মানুষ পিসির চেয়ে মোবাইল ডিভাইসগুলোতে বেশী অবস্থান করেন।
আর তাই আপনার ওয়েবসাইটটি ডিজাইন করার পর বারবার আপনার হ্যান্ডসেটটি দ্বারা
ওয়েবসাইটটি ভিজিট করা অনেক কষ্টসাধ্য ও ঝামেলাদায়ক একটি ব্যাপার। যেহেতু
ওয়েবসাইট পিসিতে তৈরী করা হয় তাই পিসিতেই এ পরীক্ষাটা সেরে ফেলাটাই বেশী
বুদ্ধিমানের কাআর কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন mobilephoneemulator
একটি ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি চাইলেই আপনার ওয়েবসাইটটিতে বিভিন্ন
মোবাইল ডিভাইসে দেখতে পারবেন। তবে একটা কথা এই ওয়েবসাইটটির একটি সমস্যা হলো
এটি বাংলা সাপোর্ট করে না। অর্থাৎ যদি আপনি কোন বাংলা ওয়েবসাইট সেখানে
দেখতে চান তাহলে ওয়েবসাইটটি মোবাইলে যেমন দেখা যাবে আপনি ঠিক হুবাহু সেটিই
দেখতে পারবেন তবে সমস্যা হলো লেখা গুলো বাংলা আসবে না। সব লেখা গুলো ভেঙ্গে
যাবে। যদি আপনাদের উপকারে আসে তাহলেই আমার পরিশ্রম সার্থক। ধন্যবাদ
No comments :
Post a Comment